Music

Thursday, December 22, 2011

আবার বিয়ের পিঁড়িতে প্রভা




আলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আবার বিয়ের পিঁড়িতে বসলেন গত ১৯ ডিসেম্বর সোমবার রাতে পারিবারিক পছন্দে প্রভাদের মোহাম্মদপুরের বাসায় বিয়ের আকদ অনুষ্ঠিত হয়েছেপাত্রের নাম মাহমুদ শান্ত

প্রভার স্বামী মাহমুদ শান্তর গ্রামের বাড়ি বরিশালবড় হয়ে উঠেছেন ঢাকার ফুলার রোডেতার বাবা অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা, মা একজন চিকিৎসকবর্তমানে মাহমুদ শান্ত একটি মাল্টিন্যাশানাল কোম্পানিতে কর্মরত আছেন

প্রভা জানান, মাস দুয়েক আগে শান্তর সঙ্গে একটি অনুষ্ঠানে পরিচয় হয়েছিল সৌজন্যমূলক কিছু কথাবার্তাও হয়এরপরই শান্ত তার বাবা মার মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠানপ্রভার বাবা-মা পাত্র হিসেবে শান্তকে পছন্দ করেন বাবা-মার পছন্দে আর দ্বিমত করেননি প্রভা

স্বামী মাহমুদ শান্ত সম্পর্কে সাদিয়া জাহান প্রভা বলেন, শুধু নামেই শান্ত নয়আসলেই সে ভীষণ শান্ত, ভদ্র ও বিনয়ী একটি ছেলেএই কদিনে যতটুকু জেনেছি, তাতে মনে হয়েছে ওর ওপর আস্থা রাখা যায়ভীষণ সংস্কৃতিমনা সেভালো গীটার বাজাতে আর গান গাইতে পারেআমি বেশ খুশিআসলে এই সব-ই সম্ভব হয়েছে আমার শুভাকাঙ্খী, গুরুজনদের দোয়া আর আল্লাহর রহমতের কারণেনতুন করে জীবন শুরু করেছিআমার জন্য সবাই দোয়া করবেন

এদিকে কাকতলীয়ভাবে গত ১৯ ডিসেম্বর প্রভা প্রথম স্বামী অপূর্বরও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়২১ ডিসেম্বর বুধবার তার রিসিপশনের আয়োজন করা হয়েছেঅপূর্ব প্রসঙ্গে প্রভা বলেন, আমি খুব খুশি হয়েছি অপূর্ব তার মনের মত জীবনসঙ্গী খুঁজে নিয়েছেসবারই নিজের জীবন গুছিয়ে নেয়ার অধিকার আছেআমি মন থেকে অপূর্ব ও তার স্ত্রী জন্য দোয়া করি, আল্লাহ তাদের ভালো রাখেনপ্রভার বিয়ের কথা জানার পর অপূর্বও তার নতুন জীবনের সুখ-শান্তি জন্য শুভ কামনা জানিয়েছেন

No comments:

Post a Comment