আলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা আবার বিয়ের পিঁড়িতে বসলেন । গত ১৯ ডিসেম্বর সোমবার রাতে পারিবারিক পছন্দে প্রভাদের মোহাম্মদপুরের বাসায় বিয়ের আকদ অনুষ্ঠিত হয়েছে। পাত্রের নাম মাহমুদ শান্ত।
প্রভার স্বামী মাহমুদ শান্ত‘র গ্রামের বাড়ি বরিশাল। বড় হয়ে উঠেছেন ঢাকার ফুলার রোডে। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা, মা একজন চিকিৎসক। বর্তমানে মাহমুদ শান্ত একটি মাল্টিন্যাশানাল কোম্পানিতে কর্মরত আছেন।
প্রভা জানান, মাস দুয়েক আগে শান্ত’র সঙ্গে একটি অনুষ্ঠানে পরিচয় হয়েছিল। সৌজন্যমূলক কিছু কথাবার্তাও হয়। এরপরই শান্ত তার বাবা মার মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠান। প্রভার বাবা-মা পাত্র হিসেবে শান্তকে পছন্দ করেন। বাবা-মা’র পছন্দে আর দ্বিমত করেননি প্রভা।
স্বামী মাহমুদ শান্ত সম্পর্কে সাদিয়া জাহান প্রভা বলেন, শুধু নামেই শান্ত নয়। আসলেই সে ভীষণ শান্ত, ভদ্র ও বিনয়ী একটি ছেলে। এই ক’দিনে যতটুকু জেনেছি, তাতে মনে হয়েছে ওর ওপর আস্থা রাখা যায়। ভীষণ সংস্কৃতিমনা সে। ভালো গীটার বাজাতে আর গান গাইতে পারে। আমি বেশ খুশি। আসলে এই সব-ই সম্ভব হয়েছে আমার শুভাকাঙ্খী, গুরুজনদের দোয়া আর আল্লাহর রহমতের কারণে। নতুন করে জীবন শুরু করেছি। আমার জন্য সবাই দোয়া করবেন।
এদিকে কাকতলীয়ভাবে গত ১৯ ডিসেম্বর প্রভা’র প্রথম স্বামী অপূর্ব’রও বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ২১ ডিসেম্বর বুধবার তার রিসিপশনের আয়োজন করা হয়েছে। অপূর্ব প্রসঙ্গে প্রভা বলেন, আমি খুব খুশি হয়েছি অপূর্ব তার মনের মত জীবনসঙ্গী খুঁজে নিয়েছে। সবারই নিজের জীবন গুছিয়ে নেয়ার অধিকার আছে। আমি মন থেকে অপূর্ব ও তার স্ত্রী জন্য দোয়া করি, আল্লাহ তাদের ভালো রাখেন। প্রভার বিয়ের কথা জানার পর অপূর্বও তার নতুন জীবনের সুখ-শান্তি জন্য শুভ কামনা জানিয়েছেন।
No comments:
Post a Comment